ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন

ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় রবিবার (২৬মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। 

এ উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে শহিদ মিনারে সকল বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা  জানাতে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ,জাতীয়পার্টি- জেপি,বিএনপি,ওর্য়ার্কাস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। সকল বভন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করন ও বেলুন ওড়ানো হয়। পুলিশ,আনছার,ফার্য়ার সার্ভিস, স্কাউট সদস্যরা  মার্চপাস্ট  সহকারে   জাতীয় পতাকাকে সেলুট প্রদর্শণ করা হয়। পরে আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের বঙ্গবন্ধুর ছেলেবেলা,ছাত্র রাজনীতি এবং ৭ই মার্চের ভাষণ এ তিন ক্যাটাগড়িতে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ  বিকালে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ মাঠে বীর মুক্তিযোদ্ধা,শহিদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা,সম্মাননা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখু মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এ সময় অনুষ্ঠানের মধ্যে সরকারি কর্মসূচির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর। এছাড়া পর্যায়ক্রমে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,আসমা আখতার,ওসি আসিকুজ্জামান,জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার প্রমুখ।